click on images to know more about the Images
সবাই ঘুমিয়ে গেছে শীতের চাদরে
আমি জ্বলন্ত সিগারেট হাতে কার্নীশে একা
জানালার ফাঁক দিয়ে দূরের আকাশ দেখি ঘন কুয়াশা
করেছে গ্ৰাস!
ঘুম নেই আমার চোখে রাত জেগে সীমান্তের কাঁটা তার
পদ্মাপাড়ে ক্ষমতা আর সাম্প্রদায়িক টানাপোড়েন
দাপাদাপি কিছু লুম্পেন হয়েছে রক্ত পিপাসু
রাম রহিম বন্ধুত্ব ভুলে হাতে নিয়েছে অস্ত্র তুলে
একে অন্যের দিকে করে আছে তাক
যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই !
বাজার আগুন বিদ্রুপে বিদ্রুপে
তবুও ওদের চোখে শান্তির ঘুম
আমি কাঁটা তারের এপার ওপারে রক্তের দাগ দেখি
মৃত্যু মিছিল বোমা-বারুদ শুকুনের হাহাকার
মৌলবাদ নিপাত যাক.....