click on images to know more about the Images

সুখ

Author: বিশ্বজিৎ মণ্ডল

মৃত্যুর যন্ত্রণা 

রেখেছি এক কোণে

তবু চেয়ে আছি আমি

সুখের দিন গুনে।

ব্যথার কান্না আমার

কত ছবি আঁকে

আমায় তোমরা কাছে ডেকো

সুযোগের ফাঁকে।

মাগো তুমি জন্ম দিলে

দিলাম শুধু ব্যথা

আমি কেন পারিনি মাগো?

বলতে সুখের কথা।

মানুষ হয়ে এসে আমি

পারিনি কেন হাসতে?

সেই জন্য চাইনি কেউ

আমায় ভালবাসতে।

আমার বুকের মধ্যে আছে

কালবৈশাখী ঝড়

মিছে আশায় বাধছি তবু

স্বপ্নের সেই ঘর।

অনেক দূর এগিয়ে গেছি

হাটতে চায় আরো

সুখের দেশে তোমরা আমায়

নিয়ে যেতে পারো?।।