click on images to know more about the Images

অমর একুশ

Author: লিচ্ছবি নিত্য

এটা ১৯৫২ নয়,

এটা নয় পূর্বপাকিস্তান,

এটা ভাষার দাবিতে উত্তাল রাজপথ -

রক্তে রঞ্জিত হওয়ার কাল নয়,

ঔপনিবেশিক শক্তি দ্বারা শোষিত-নিপীড়িত বাংলা এটা নয়।

এটা নয় কোন গ্রাম্য মেয়ের 

আটপৌড়ে জীবন।

অথবা শহর গ্রামের মাঝে 

চিঠির আদান-প্রদান, 

রক্ত ঝরানো অশ্রুধারার কাল এটা নয়,

এটা ২০২৫ এর সার্বভৌম 

বাংলা।।

তবু আজ ও আছে এই ফাগুনে

পলাশ-শিমুলের ডালে সেই লাল আগুন।

দক্ষিনা বাতাসে বয়ে আনা

নতুন ফাগুন।

আছ ভাষা শহীদের স্মরণে

ফেব্রুয়ারীর প্রভাত ফেরির সকাল।

কোটি মুখে স্বাধীনভাবে

বাংলাভাষার প্রস্ফুটন, 

স্মৃতিঘেরা শহীদ মিনার বয়ে চলেছে আজও

শহীদ ভাইয়ের আত্মবলিদান। 

আছে শহীদের স্মরণে গভীর শ্রদ্ধায় 

নত হওয়া কোটি প্রাণ। 

বিশ্বের বুকে আজ বাঙালির বাংলা

পেয়েছে মর্যাদার স্থান, 

অমর ২১ এর হে শহীদ ভাই তোমরা রবে

চির অম্লান।।