click on images to know more about the Images

আগামী

Author: বিশ্বজিৎ মণ্ডল

আগামী দিনের ফুল 

গুলো বোধ হয়,,,,,,,,,,,,,,,,,,,,,

হঠাৎ যাবে ঝরে

ঘুম তাদের ভাঙবে না আর

সন্ধ্যা সকাল ভোরে।

হঠাৎ কখন ফুরিয়ে যাবে

স্বপ্ন আশার দিন,

ফুলগুলো কি পারবে মেটাতে

ভারত মাতার ঋণ?

আগামী দিনে হারিয়ে যাবে

গাছের শীতল হাওয়া

পয়সা দিলেও দেখে নিও

আর যাবে না পাওয়া।

দুকুল ছাপিয়ে বন্যা এল,,,,,,

ভাঙলো নদীর কূল

আকাশ ছুঁয়ে পাহাড় বলে

ফুটবে না আর ফুল।

দাওনা মাসুল নিজের ভুলের

দোষ কি বলো ঝরা ফুলের?

সুখ শান্তি হারিয়ে যাবে

মোদের ভুলের জন্য,,,,,,,,,

ঠান্ডা মনে ঝর্না বলে, করব না তা 

গণ্য, পাহাড় তুমি ধন্য।।