click on images to know more about the Images

সাবিত্রীবাই ফুলে

Author: ড. শম্ভু নাথ দফাদার

হে ভারত জননী 

লহ প্রনাম! তুমি সংগ্ৰামের

গোলাপ ???? কুঁড়ি।

তোমাকে দেখিনি চোখে 

দেখেছি তোমার ছবি;

শুনেছি অনেক কথা,

গুনি জনে বলে যথা---

তুমি ছিলে অন্ধকারে দীপের শিখা; দলিতদের বুকে জ্বেলেছ আলো, মানুষকে বেসেছ ভালো।

তোমার আত্মত্যাগ নারীর চোখে স্বপ্ন জাগালো

হাতে ধরালো বই- কলম-খাতা।

তুমি শিথিল সমাজকে ভাঙলে যেই; কেউ করলো ব্যঙ্গ,

কেউ দিল গালি, কেউ ছুঁড়ল পাথর,কেউ অপমানের ডালি।

তবুও ফিরিয়ে দিলে

দলিত, নারীর সম্মান সবার

শিক্ষার অধিকার।

তুমি ছিলে নতুন যুগের অগ্ৰদূত

সমাজে ছিল বর্ণের বন্ধন

তুমি ছিলে মুক্তির স্পন্দন

অসহায় বিধবার ক্রন্দন

নারী স্বাধীনতার মন্ত্র তুমি 

বদলে দিলে ঘুণ ধরা সমাজ 

জন্ম দিনে,শ্রদ্ধার সাথে স্মরণ করি আজ--