click on images to know more about the Images
রাষ্ট্র ভাষা চাই, বাংলা ভাষাতেই
এই দাবীতেই শহীদ হয়েছিল
বরকত, জাব্বার, রফিক, সালাম
শফিউর আরো শতাধিক আমার ভাই
এই ভাইদের রক্তে রঞ্জিত হল
১৯৫২র অমর একুশে ফেব্রুয়ারি
এই ভাষারই বিশ্ব কবি রবীন্দ্রনাথ
পেয়ে নোবেল বিশ্ব জয় করেছিল।
গর্বিত মোরা বাঙ্গালী বাংলা ভাষাভাষি
হয়নি ব্যর্থ আমার ভায়ের রক্তে রাঙ্গানো
অমর একুশের আত্মবলিদানে
গর্বিত বাংলা ভাষাভাষির অন্তরের রস্মি
এই ভাষারই কথা শিল্পী শরৎচন্দ্র হল
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এই ভাষারই
মরমী কবি নজরুল ইসলাম এই ভাষায়
মানব জাতির জয়গান গেয়ে ছিল।
মাতৃভাষার মর্যাদা রক্ষার করেছিল পণ
বিশ্বে প্রথম নিয়ে বুকে গুলি নজির সৃষ্টি
ভাষা শহীদের রক্তের স্রোত রাজপথে
হয়নি ব্যর্থ মায়েদের বীর সন্তানের রণ
"আমার ভায়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি "
আকাশ বাতাস পথ ঘাট হল আলোড়িত
রচিল কবি আব্দুল গাফ্ফার চৌধুরী
বাঙ্গালীর রক্তেরঞ্জিত একুশে ফেব্রুয়ারি
বিশ্বে মর্যাদা পেয়েছে সম্মানের সঙ্গে
আন্তজার্তিক ভাষা দিবস হিসাবে
তাই বিশ্ব পালে অমর একুশে ফেব্রুয়ারি