click on images to know more about the Images

ভালোই কাটছে দিনটা

Author: ড. শম্ভু নাথ দফাদার

কেমন আছিস পঞ্চা? 

হাত কাটা পঞ্চা বলে, ভালোই আছি, কেটে যাচ্ছে দিনটা। রাস্তার মোড়ে চায়ের ঢপ

সকালে খোলা সন্ধ্যায় বাড়ি 

লড়াই করে বেঁচে আছি 

এই আর কি...

ছেলে এমএ পাস তবুও বেকার 

এখন রাজনীতির খাতায় নাম তার, নেতাদের চোষা কাঠি চুষছে খালি, টো- -টো কোম্পানির ম্যানেজার।

বার বার বারণ করি শুনে না 

বরং বলে, বিনা পুঁজির ব্যবসা, 

তুমি বুঝবে না এটা, জিতলে একবার ঘুরবে ভাগ্যের চাকা 

ঘুচবে মুশকিল আসানটা। 

মেয়েটাকে রাখি আই বুড়ো করে, তাই যে যখন ডাকে সে তার সাথে ঘুরে। 

বউ করে ঝি-এর কাজ পাঁচ-ছয় বাড়ি বাসন মাজে

বেশ তো আছি এই সমাজে। 

কারণ 

দিন আনি দিন খাই 

অবশ্য বাজার অগ্নিমূল্য 

পাছে হাত পোড়ে, তাই দিই না হাত আলুতে।

যখন যা জুটে তাই খাই।

যেমন 

তেল কুড়ি টাকার তাও ভেজাল

চাল এক কেজি তাও মোটা 

সিগারেট জোটে না, বিড়ি 

এক প্যাকেট গোটা।

পুকুরে কলমি শাক,কচুর ডাটা 

কাঁকড়া গুগলি আর ব্যাঙের ছাতা ---যা বিনা পয়সায় হয়,

তাই খাই ,এর বেশি নয়।

এতেই আমার সুখ, এতেই আমার হর্ষ 

স্বাধীন দেশের, স্বাধীন নাগরিক আমি 

গর্ব বোধ করি

এইতো আমার ভারতবর্ষ।