click on images to know more about the Images
ভরা বসন্তে --দুরন্ত শহরে
কুয়াশার মেঘ
গুমোট দুপুরে
রংহীন পলাশ ফুটেছে যদিও
আকাশ তার নীল শাড়ি রেখেছে যতনে
আসেনি তবু সেও।
সজনে ফুলে, ভাঁটফুলে
অশোক, শিমূল, পলাশ এসে
মিলেমিশে ;বসন্ত দিনে সন্ধ্যে-বিকেলে
একবার যদি--দেখা পায়, কিংবা
এসে যায় সেও;
কিশলয় কাঁদে, আর্তঝরে বাতায়নে
মেঘ সরিয়ে নির্নিমেষে
চৈত্র -নীড়ে পাখি ফেরে
কষ্টে কুসুম যদি মেলে অথবা
সেও ফেরে।
ভরা বসন্তে --দুরন্ত শহরে
ব্যস্ত মানুষ গ্রামে -গঞ্জে
বসন্ত দিনে রঙীন হয়ে আর্তরবে
ডাকি তারে--সন্ধ্যা-রাতে
জেগে জেগে
যদি সে আসে...