click on images to know more about the Images
এপারে বাংলা, ওপারে বাংলা
মাঝে স্নেহময়ী গঙ্গা
মনে হয় ঘুমন্ত পৃথিবীর কোলে জেগে আছে একা
দু চোখে তার অশ্রু ধারা পদ্মা মেঘনা, কেউ বোঝেনা কাঁটা তারে আটকে আছে কত যে হৃদয় যন্ত্রনা।
শব্দের বর্ণ ক্রমশঃই বর্ণহীন
ঢাকার রাজপথে স্লোগান---
বাংলা - -রাষ্ট্রভাষা চাই
রাষ্ট্রভাষা বাংলা চাই
বরকত, রফিক ,জব্বার ,সালাম
হাঁটে সংস্কৃতি ,কৃষ্টি রক্ষায় তুমুল গর্জনে ,মিছিলে।
বাহান্ন তে ঝরে গেল পিস্তলের নলে; বুকের রক্ত ফিনকি দিয়ে ছোটে--
সেই রক্তে শহীদ মিনার গোলাপ হয়ে ফোটে।
এসো, এই রোদ ঝলমল সকালে অনেকটা পথ হাঁটি একসাথে ,চিৎকার করে গাই
সেই গান---
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি?"
আজ মহাসংকটে বাংলাদেশ
আকাশ জুড়ে অসুর আর দানবে মেহফিল ,ঘাতকের কোলাহল।
তবে কি মিথ্যা নজরুল?
"একই বৃন্তে দুটি ফুল
হিন্দু মুসলমান।"
হে বঙ্গবন্ধু,তোমার সাধের
বাংলা দেশ, শেষ।