click on images to know more about the Images

আম্বেদকর

Author: বিকাশ চন্দ্ৰ বিশ্বাস

হে মহামানব আম্বেদকর !

আজি শুভদিনে, আমরা ক"জনে 

তোমাকে জানাই নমস্কার !

তুমি দলিতদের মুক্তি যোদ্ধা,

শোষিতের দিবাকর। ।।

 

কত লাঞ্ছনা গঞ্জনা সহেছ জীবনভর 

ভয় কারো করোনি , পিছে ফিরে আসোনি

করেছ মানুষের উপকার !

তোমার লেখনী কখনো থামেনি 

মনুবাদকে দিয়েছ ধিক্কার ।।

 

ব্রাহ্মণ্যবাদের ছাতির উপর 

আজো প্রতিবাদ করো তুমি আম্বেদকর ।

হরিচাঁদ গুরুচাঁদ পেরিয়ার নাইকার 

চেয়েছিলেন মানুষের মৌলিক অধিকার 

আজো মেলেনি সে পূর্ণ স্বাধিকার ।।