click on images to know more about the Images
জন্ম তব বীরের বংশ মাহার পরিবারে
অচ্ছুত করে রেখেছে তোমায় মনুবাদী দুষ্ট দূরাচারে।
বিদ্যা-শিক্ষা-জ্ঞান-গরিমায় শ্রেষ্ঠ তুমি বুঝিয়ে দিলে তাই
তোমার তুল্য প্রজ্ঞা-প্রাপ্ত ভূভারতে নাই।
বহুজন মানুষ, চির বঞ্চিত, লাঞ্চিত, যাদের ভারত ভূমি
তাদের মুক্তির লাগি হে মহা সংগ্রামী জীবন সপিলে তুমি।
স্বাধীনতার সূচনা লগ্নে দামামা বাজিল গণপরিষদ নির্বাচনে
মনুবাদী কুটচক্রে তোমায় পাঠাতে চাইল নির্বাসনে।
সিংহ বিক্রমে বীর যোদ্ধা যোগেন্দ্রনাথ মহাপ্রাণ/ নির্বাচনের অসম যুদ্ধে জয়ী করে রক্ষা করল তোমার মান।
নব ভারতের রূপকার তুমি, পেয়েছ আন্তর্জাতিক খ্যাতি
বর্ণবাদীরা চোখ বুজে রয়,তোমাকে বলে ছোট জাতি।
নিজের কথা ভুলে গিয়ে শরীরটাকে তুচ্ছ করে লিখলে সংবিধান
নারী পুরুষ নির্বিশেষে ফিরে পেল সমতা-সাম্য আত্মসম্মান।
তুমি সন্ধান দিলে আশ্চর্য তালার একটি মাত্র চাবি
হাতে আসবে চাবি গড়ে তোল সংখ্যাভারীর সংঘবদ্ধ দাবি।
জীবন সায়াহ্নে এসে, বুদ্ধকে ভালোবেসে,তোমার সধম্মে আগমন
বুদ্ধ অনুসারী মতুয়া দর্শনে দেখি তাহাই সুক্ষ্ম সনাতন।
তোমার জীবন মন্থনজাত বাইশ প্রতিজ্ঞা
হরি-গুরুচাঁদ বলেছে সত্য প্রেম পবিত্রতার সেই সব আজ্ঞা।
মৃত্যু যখন আগত প্রায় রত্তু দেখে তোমার চোখে জল/ সংরক্ষণের ভাগীদারী নিয়েছে ভাগ দেয়নি শিক্ষিতের দল।
অভাবের তাড়নায় স্ত্রীর মৃত্যু, ক্ষুধার্ত পুত্রের নিঃশেষ হল প্রাণ
বিফলে যেতে পারেনা, জাতির স্বার্থে তোমার বলিদান।
শিক্ষিত হও, আলোড়িত হও,সংগঠিত হও অমোঘ তোমার বাণী
পাথেয় করি নব প্রজন্ম, গড়িবে ভারত এই সত্যকেই মোরা জানি।
যতদিন রবে মহাজগতে গ্রহ তারকা দিবাকর
অবদান তোমার অমলিন রবে বাবা সাহেব আম্বেদকর।