click on images to know more about the Images

প্রতিশোধের আগুন ও তুমি

Author: পঞ্চু ঘরামী।

তুমি তো বলেছিলেন

 এ পৃথীবিকে বাস যোগ্য করে যাবে তুমি এটা তোমার দৃঢ় অঙ্গিকার !

তবে কেন কখনো জাতের নামে কখনো ধর্মের নামে চলে হত্যালীলা ব্যাভিচার চিৎকার? 

তুমি তো বলেছিলে 

একি বৃন্তে দুটি কুসম হিন্দু মুসলমান একজন তাঁর নয়ন মণি অন্য জন প্রাণ 

তবে কেন ধর্মের নামে বার বার বলিদান ?

তুমি তো বলেছিলে সন্ত্রাসীদের কোন জাত নেই ধর্ম নেই আছে শুধু হিংস্রতা নিপুণ

তবে কেন ধর্মের জন্য হতে হয় নিরাপরাধ খুন ?

তোমার মুখে সকল সময় সম্প্রীতির জয় গান 

তবে কেন কেন বার বার ধর্মের নামে 

কেড়ে নেয় ওরা প্রাণ ? 

তুমি তো বলেছিলে দরিদ্র ধনী উঁচু নীচ সকলেই আমরা ভারতবাসী 

তবে কেন আমাদের মধ্যে লুকিয়ে এতো গাদ্দার সন্ত্রাসী ? 

তুমি তো বলেছিলে ক্ষমাই পরম ধর্ম 

যে জীব সেই শিব 

তবে কেন ওরা উল্লাস করে তাজা রক্তে করে স্নান 

পাপ বোধ হীন জীব!

হয় এবার তুমি বলো আকাশ বাতাস চিরে 

অত্যাচারীর মুখোশ খুলে 

সোজা গুলি এক শিরে !

না হয় তুমি বলো মারের বদলে এসো মারি 

হোক যেটা হোক দেখা যাবে পড়ে 

সন্ত্রাসীদের ঘিরি. ...

নয়তো আওয়াজ তলো পড়ে পড়ে মার খাবার দিন শেষ 

তলো অস্ত্র প্রতিশোধ নিতে গাদ্দার সন্ত্রাসীদের দিতে ক্লেশ...