click on images to know more about the Images

নির্ঘুম বিছানায়

Author: বিশ্বজিৎ মণ্ডল

নির্ঘুম বিছানায় 

ব্যথার,ঢেউ,,,,

আজ মানুষ বড় অসহায় 

পাশে নেই কেউ। 

লজ্জা লাগে বলতে আমরা মানুষ 

নীল আকাশে পোড়াচ্ছি 

লোভের ফানুস। 

সকলেই অসহায় রক্তে রাঙা 

বাংলার এ পবিত্র মাটি,,,,,

ভেজালে ভরে গেছে আর কিছু 

নেই এ বাংলায় খাঁটি। 

লোভের আকাশে বাঁধে 

মৃত্যুরা খেলাঘর,,,,,

আপন মানুষগুলোও আজ 

জানিনা কেন হয়ে গেছে পর।।