click on images to know more about the Images

তোর স্মৃতিটা লুকিয়ে

Author: বিশ্বজিৎ মণ্ডল

আঘাত খেয়ে ভাবছে পাখি 

বলছে কত কথা, 

হৃদয় জুড়ে রয়েছে তার 

হাজার শত ব্যথা। 

হয়তো কবে সফল হবো

বিফল হবে প্রাণ, 

এ জীবনে যা পেয়েছি 

সবই তোমার দান। 

মেঘ ছড়ালো বৃষ্টি আবার 

সমীর দিল শুকিয়ে,,,,,,,

কষ্ট হলেও রাখবো আমি, তোর স্মৃতিটা বুকের মাঝে লুকিয়ে। 

সময় সময় ডর লাগে আজ 

আকাশ থাকে মেঘলা,,,,,

সব হারিয়েও তোমার সাথে 

চলবো আমি একলা। 

ভালোবাসা ছড়িয়ে দেব 

বিশ্ব ভুবন মাঝারে, 

তীর বিধা ঐ পাখিটাকে 

পারলে কেউ কেউ বাঁচা রে।।