click on images to know more about the Images

অন্নদাতা চাষী

Author: প্রফুল্ল কুমার মণ্ডল

সারা মাঠে সবুজ দোলে কৃষক ভায়ার দান,

 ছুটছে মাঠে লাগছে কাজে এটাই চাষীর প্রাণ।

জোয়াল কাঁধে ছুটছে বলদ চাষী পিছে ধায়,

চাষের কাজে সুখের ছোঁয়া সকল চাষী পায়।

 

অন্নদাতা দেশের চাষী বাড়ছে তাদের শোক,

অনেক কষ্ট বুকে নিয়ে চাষ আবাদের ঝোঁক।

জীর্ণ তাদের বসন খানা অধিক মলিন মুখ,

গাগতরে খেটে মরে পায়না কভু সুখ।

 

ভুর্তুকি রয় সকল কাজে চাষের বেলায় নাই,

আত্মহত্যা করছে চাষী সরম লাগে তাই।

ঝড় বৃষ্টিকে সঙ্গী করে চাষী করছে চাষ,

কুঁড়ে ঘরে জীবন যাপন করছে বারো মাস।

 

আগাম দাদন নিয়ে চাষী ফসল ফলায় বেশ,

 চাষের পরে শূন্য গোলা মনের আশা শেষ। 

ঘরের শস্য বিকায় চাষী কাঁধে দেনার দায়, 

সারা বছর ক্ষিদের জ্বালা সেদ্ধ পুড়া খায়।

 

দেশের সরকার সহায় হলে বাড়বে চাষীর মান, মহানন্দে করবে কর্ম গায়বে মধুর গান। 

ধন্য কৃষক সবার মাঝে সম্মান করবো ভাই, 

ফলবে সদাই সোনার ফসল মাঠে যদি যাই।