click on images to know more about the Images
বাবা! আমি আর পুলিশ হবনা
যে পুলিশ -শিক্ষক মারে
অভয়া খুনে প্রমাণ লোপাট করে
সে পেশায় আমি যাব না
বাবা! আমি আর পুলিশ হবনা।
মা!আমি আর পুলিশ হবনা
যে পুলিশ - রাস্তার ধারে পয়সা তোলে
গুণ্ডা, খুনি অপরাধীকে রাখে আড়ালে
সে পেশায় আমি যাবনা
মা!আমি আর পুলিশ হবনা।
মাস্টার মশাই! আমি আর পুলিশ হবনা
যে পুলিশ উপঢৌকন নিয়ে ঘরে ফেরে
জ্ঞানপাপী হয়ে মাস্টার মারে
সে পেশায় আমি যাবনা
মাস্টার মশাই! আমি আর পুলিশ হবনা