click on images to know more about the Images

হিন্দুত্ববাদ রুখে দেবার উপায়

Author: দিলীপ গায়েন

বৃটিশ আমলে মনুবাদী কংগ্রেস দল তফসিলিদের বলেছিল, "দেশের মূলশত্রু ক্রিস্টানধর্মী ইংরেজ।অতএব এদেরকে হটিয়ে দেশকে স্বাধীন করতে হবে।"

 

তফসিলি সমাজের বেশিরভাগ নেতা ও জনগণ নিজেদের হিন্দু বলে মনে করে।তারা তাই কংগ্রেসের কথা বিশ্বাস করেছিল এবং কংগ্রেস দলে যোগ দিয়েছিল।এর ফলে তফসিলি সমাজের স্বতন্ত্র আইডেন্টিটি বা ইউনিটি গড়ে ওঠা সম্ভব হয়নি।এবং এই কারণে আম্বেদকর ও যোগেন্দ্রনাথের দল উল্লেখযোগ্য শক্তি অর্জন করতে পারেনি।

 

এখন বিজেপি বলছে, " কংগ্রেস দল খ্রিস্টান হটিয়ে দেশের প্রথম স্বাধীনতা এনেছে।এবার আমরা (বিজেপি) মুসলিম হটিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করবো।"

 

বিজেপির এই কথা বিশ্বাস করছে এসসি এসটি ওবিসি সমাজের বেশিরভাগ জনগণ এবং তারা মনে করছে মুসলিম হলো দেশের শত্রু।

 

এর ফলে, আম্বেদকরপন্থী রাজনীতি উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারছে না।

 

আম্বেদকরপন্থী রাজনীতিকে শক্তিশালী করতে গেলে এই মুহূর্তে বহু দল গড়ে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়।দরকার একটি দল।অথবা জনগণের মধ্যে পরিচিতি ঘটেছে এমন কিছু আম্বেদকরপন্থী দলের ফ্রন্ট গঠন করা।

 

দ্বিতীয় কাজটি হলো, তফসিলি সমাজ ও ওবিসি-মুসলিম সমাজ অতীতে বৌদ্ধ ছিল। এই ইতিহাস সামনে এনে ফের পূর্বপুরুষের ধর্মে ফিরে যাওয়ার আন্দোলন করা।

 

তফসিলি এবং ওবিসিমুসলিম সমাজ যদি বৌদ্ধ বিষয়টি ভাবতে শুরু করে তাহলে আর এস এস বা হিন্দুত্ববাদের ঘরে ফাটল অনিবার্য।কারণ আর এস এস বা বিজেপি ইসলামের বিরুদ্ধে কথা বললেও বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না।বৌদ্ধ ও বৌদ্ধধর্মের বিরুদ্ধে কথা বলার বুকের পাটা আর এস এস বা বিজেপির নেই।

 

শেষ কথা হলো, "দলিত-মুসলিম" এই ধরনের শব্দ ভাষা বিজেপির সুবিধা করে দিচ্ছে।তাই হেডিংয়ে এই ধরনের শব্দ-ভাষা উচ্চারণ না করা ভালো।

 

দলিত-মুসলিম শব্দ যত বলা হবে ততই দলিত সমাজের লোকেরা বিজেপির দিকে চলে যাবে।

 

রাজনীতি করতে গেলে যদি কূটনীতি না থাকে তাহলে রাজনীতি করা সম্ভব নয়।