click on images to know more about the Images

কেউ কথা রাখোনি

Author: রবিরাম হালদার

দেশটা স্বাধীন করতে যারা বুকে রক্ত ঝরালো 

যারা শহীদের মৃত্যু বরণ করে নিল 

যারা শুধুমাত্র দেশ মাতৃকার শৃংখল মোচনে 

হাসতে হাসতে অকালে অকাতরে 

তাজা প্রাণ বিসর্জন দিল 

সেই বীর শহীদদের প্রতি কেউ কথা রাখোনি। 

স্বাধীনতার আগে ও পরে 

তোমরা নেতৃত্ব প্রদানকারী কয়েকজন 

ভারতবর্ষ নিয়ে ছিনিমিনি খেলেছো। 

তোমাদের স্বার্থ চরিতার্থ করার উদগ্রবাসনায় ভারতমাতাকে দ্বিখণ্ডিত করে ভাসালে রক্তধারায়,

দুটি খন্ডে আজ ও রক্তধারা বহমান।

স্বাধীনতার আগেও কথা রাখোনি, 

পরেও দেশবাসীর সাথে করেছো বেইমানি।

দেশের প্রিয় নেতা নেতাজির অন্তরীণ রহস্য 

আজও উদঘাটন করনি।

স্বাধীনতার পচাত্তর তম বর্ষ অতিবাহিত 

আজও স্বাধীনতা দিবসে সেই অবিমৃশ্বকারিতা। 

নামমাত্র শহীদ স্মরণ 

বক্তৃতার প্রতিটি ছত্রে ছত্রে 

ভোট ভিক্ষার কৌশল মাত্র।

সাধারণ মানুষের কল্যাণ তো সুদূর পরাহতো।

মানুষ আজও সেই তিমিরে।

জেহাদীদের গায়ে ধর্মের ছাপ সেটা দিয়ে 

জাতপাতের উস্কানিতে 

আবার একটা দাঙ্গা রাজনীতি।

আজও ভারত ভাঙার দূরভীসন্ধি বর্তমান।

সংবিধানের কথা রাখলেনা ।

তোমরা কথা রাখলে 

জন্মভূমি ভারতবর্ষ ত্রি-খণ্ডিত হতো না।

গোটা ভারত ভূখণ্ডে 

আজ জাতীয় পতাকা পত্ পত্ করে উড়তো।

তাই বলিষ্ঠ কণ্ঠে বলছি 

কেউ কথা রাখোনি।