click on images to know more about the Images
অস্থির কাশ্মীর
সন্ত্রাসের কালো হাতে রক্ত
সে হাতে কত সিন্দুর দিয়েছে মুছে; স্ত্রীর সম্মুখে, স্বামী খুন--
তাও বেছে বেছে--- হিন্দু।
তাইতো পাহাড়ে বারুদ গন্ধ সীমান্তে আবার যুদ্ধ।
রন হুংকার, বুটের শব্দে মাটি কম্পো মান; কাঁপে ভূস্বর্গ থর,থর। রাত পোহায় না কুয়াশা চাদরে। জ্বলছে আগুন মানুষের গায়ে, ঝরনার বোবা কান্নায় ফাটে বুক, রক্ত ঝরে ঘাসের
গন্ধে।
আর শিশুরা অবাক চোখে, শুধু শিখে নেয়, কে শত্রু এই পৃথিবীর মানচিত্রে। তুই ভারত, আমি পাকিস্তান, তবু বুকের মাঝে কান্দে তো একই প্রাণ।
তোর রক্ত, আমার রক্ত লাল
মায়ের মুখ ,বাবার হাত
একই রোদে -পুড়ে , হেসে- খেলে আমাদের রাত।
তবু গুলির আওয়াজে থামে শৈশব।
রাঙা হয় খেলার মাঠ
লাল হয়ে যায় স্কুলের ব্যাগ --
কত স্বপ্ন বিলীন হয়, হারিয়ে যায় সুপ্ত ইচ্ছে---শৈশব, যৌবনের রুদ্ধ দ্বারে।
কেন সন্ত্রাস?
কেন এই যুদ্ধ ?
দ্বিজাতি তত্ত্বের ,অভিশাপ ,
বলোনা, কত জীবন পুড়লে তবে থামবে এই আগুন?