click on images to know more about the Images
অন্তরের কথা বলবে কাকে
সবাই এখন মুখোশধারী,,,,
হৃদয় মাঝে রাখলে তাকে
রোগ এনে দেয় মহামারি।
ওই দেখেছ নীল আকাশটা
আজ হয়েছে মেঘলা,,,,,
জীবন পথে চলতে হবে
বন্ধু তোমায় একলা।
ভালোবাসা লুপ্ত হয়ে
ছড়িয়েছে ভাইরাস
মূল্যবান জীবন নিয়ে
কেউ করছে উপহাস।
দুইয়ে দুইয়ে চার হয়
আমরা সবাই জানি,,,,
লজ্জা পেয়ে মুখ ঢেকেছে
ব্যর্থ রাজার রানী।।