click on images to know more about the Images

বিদ্রোহী

Author: ড. শম্ভু নাথ দফাদার

আমি এখন--অনেক কিছু বলতে চাই 

বলিও---

আসলে কোন কথা, কখন বলতে হয় সেটাই জানতাম না এত কাল!

আমি এখন--অনেক কিছু বলতে চাই 

বলিও---

জীবন কেন কষ্টের হয়? 

আসলে এ যেন, নাট্যশালা ঠিক যেন অভিনয়, রাত ফুরালেই হাহাকার, কেউ ডাকে না আর। 

আমি এখন--অনেক কিছু বলতে চাই 

বলিও---

মানুষ কেন গরীব হয়?

ভুল পথ দেখিয়েছে সবাই, 

ছাড়ার পাত্র নই, বহু পুস্তক ঘেঁটে 

মাথার অর্ধেক চুল পাকা

আসলে সমাজটাকে পাল্টা ।

আমি এখন--অনেক কিছু বলতে চাই

বলিও---

মানুষ কেন দলিত হয়?

ভাগ্যের দোষ দিয়ে এড়িয়েছে সবাই। 

ভাষণ দিয়েছে নেতা, সে অনেক কেঁদেছে ।

লক্ষ্যভ্রষ্ট দলিত বার বার।

ওখানে এখনো অন্ধকার। 

আমি এখন--অনেক কিছু বলতে চাই 

বলিও---

অন্যায়ের বিরুদ্ধে 

অত্যাচারের বিরুদ্ধে---

এসো 

একা একা নয় 

ঐক্যবদ্ধভাবে 

বিদ্রোহ চাই 

ঠিকমতো বিদ্রোহ হয় না বলেই 

বিপ্লব--পিছিয়ে যায় 

তাই সমাজ ও পিছিয়ে যায়।