click on images to know more about the Images

জোট বাঁধ

Author: রবিরাম হালদার

এগিয়ে যাও দলিত ভাই-বোন 

মূলনিবাসী যারা, 

জোট বাঁধো ভাই ভাঙতে হবে 

বর্ণবাদী কারা।

পাপ আর পূণ্য ধর্মাধর্মের 

ভয় দেখাবে ওরা, 

বিজ্ঞান ভুলে পায়ের তলায় 

থাকবি পড়ে তোরা!

বাঁচার মতো বাঁচতে হলে 

সংবিধান বুঝে নাও, 

বর্ণবাদী রাজনীতিকদের 

মুখোশ খুলে দাও।

মুখোশধারী রাজনীতিবিদ 

নেতৃত্ব দেয় যারা,

সংবিধানটা নিজের স্বার্থে 

কায়েম করে তারা।

আমরা যত মুলনিবাসী

দলিত আশি ভাগ,

সংবিধানটা রক্ষা করতে 

জাগ ওরে ভাই জাগ।

বাবা সাহেব বলে গেছে 

লড়াই করতে হবে, 

ছিনিয়ে নাও অধিকার সব 

জোট বাঁধো ভাই সবে।