click on images to know more about the Images

ওরা মুক্তি চায়

Author: পার্থ ঘোষ

বিদ্যালয় তাদের ভালো লাগে না,

পড়াশোনা তাদের ভালো লাগে না,

ফুটবল খেলতে তাদের ভালো লাগে,

হ্যাঁ,ক্রিকেট খেলতেও তাদের ভালো লাগে,

মাঝে মাঝে এসে ওরা খেলার কথাই জিজ্ঞেস করে,

ওইদিকেই সব আগ্রহ তাদের,

পড়াশোনা অনেক চেষ্টা করেও গেলানো যায় না,

ওরা ফুটবলার বা ক্রিকেটারই হোক না!

একটি ফুটবল দাও ওদের পায়ে,

একটি ক্রিকেটের ব্যাট বা বল দাও ওদের জন্য,

ওই যে সবুজ মাঠের আহ্বানে ওরা সাড়া দিচ্ছে বারবার,

বিদ্যালয়ের চার দেওয়াল ওদের নিকট নিকষকালো বন্দিশালা!

ওই শৃংখলের বন্ধন উন্মোচন করে ওরা মুক্তি চায়,স্বাধীনতা চায়,

ওদের তাদের ভালোবাসার জিনিস নিয়ে বড় হতে দাও,

দাওনা একটু সহযোগিতার হাত বাড়িয়ে ওদের পিপাসার্ত হৃদয়ের তরে,

ওই খুদে প্রাণগুলো খেলার জন্য আকুল,ব্যাকুল,

ওদের স্বপ্নের জিনিস নিয়েই ওরা যেন বড় হতে পারে,

কারণ,কঠিন শব্দবন্ধনীতে ওরা আটকাতে চায় না,

ওরা দৌড়াতে ভালোবাসে,

শ্যামল প্রান্তরই ওদের যথার্থ ঠিকানা।