click on images to know more about the Images

চাষীর ভাবনা

Author: রবিরাম হালদার

ঝড়ের পরে বৃষ্টি ঝরে,

গাছের পাতা কাঁপে, 

মাঠে চাষি নেইকো হাসি

একহাঁটু জল মাপে।

আমন চাষে জমি ভাসে 

বীজতলা সব শেষ, 

চাষি ভাবে কোথায় যাবে

বীজের অভাব বেশ।

এমনিভাবে চাষটা যাবে 

ভাবছে বসে চাষা, 

তিন মাস ধরে বৃষ্টি ঝরে 

মনে ভয়ের বাসা।

আসছে বর্ষা চাষির ভরসা 

আনন্দে মন ছিল, 

অগাধ বৃষ্টি অনাসৃষ্টি 

স্বপ্ন কেড়ে নিল। 

ওভাই চাষি তোদের হাসি 

দেখতে ভালোবাসি,

বলছি সবার আসুন একবার 

চাষির দেখে আসি।

চাষি ভাইকে রাখলে সুখে 

সবার জীবন বাঁচে,

অন্নদাতা চাষি ভ্রাতা 

বড়োই কষ্টে আছে।

মোদের সরকার ভাবা দরকার 

চাষির সুখের জন্য,

থাকলে চাষি মুখে হাসি 

দেশবাসী হয় ধন্য।