click on images to know more about the Images

আমার দেশ

Author: রবিরাম হালদার

এমনিভাবে আর কতদিন 

চালাবে আমার দেশ, 

স্বাধীনতার সাত দশক পর 

সংবিধান করে শেষ।

জাতের নামে বজ্জাতি আজ 

চলছে গোটা দেশে,

শাসক এখন ভোটের লোভে 

ঘুরছে ধার্মিক বেসে।

হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন 

ভাবতে হবে সবার,

মুখোশধারী রাজনীতিকদের 

বিচ্ছিন্ন করো এবার।

মুখোশ পরে রাজা মশাই 

চালাচ্ছে আমার দেশ,

সাংবিধানিক সব অধিকার 

ছিনিয়ে করে শেষ।

ভোটের নামে প্রহসন ভাই 

এই দেশেতে চলে,

গদির লোভে ভয় দেখিয়ে 

ভোটনেয় পেশিবলে।

এমন ধারা চললে পরে 

মানুষ ক্ষেপে যাবে,

দুদিন পরে রাজনীতিকরা 

উচিত শিক্ষা পাবে।