click on images to know more about the Images
রাজা যখন স্বৈরাচারি
ব্যার্থ বিচার প্রহসন
প্রজার উচিৎ জোট বেঁধে সব
কেড়ে নাও সিংহাসন !
মারবে রাজা ভয় পেওনা
মরার আগে মরবে না
মাথায় শুধু একটা রেখো
রাজার তুমি ছাড়বে না !
আজকে রাজা লৌহ মানব
ক্ষমতা পেশী আস্ফালন
কালকে রাজা হারালে গদি
জেল গরাদেই বিলক্ষণ !
আসুন সবাই জোটবাঁধি সব
তলে তলে সব জনে
দেবো শিক্ষা স্বৈরাচারীর
মনের মতো মনে মনে !
আজ অভয়া কাল তমান্না
লক্ষ বেকার হাহাকার
রাজার তোষণ চোষণ শুধু
গড়ি প্রতিবাদ ধিককার !
সময় কম আসুন দলে
ছড়িয়ে যত ঐ ছিন্নমূলে
পড়ছে ধরা রাজার খেলা
উপড়ে ফেলো সবে মিলে
ব্যাভিচারি অকর্মণ্য রাজকাহিনী
আসুন মিলে বন্ধ করি
দল মত সব নির্বিশেষে
সবাই সবার হাতটা ধরি ...