click on images to know more about the Images
জীবজগতের আগম- নিগম সব প্রকৃতির দান
এর মাঝে আর নেই তো কোনো এমন শক্তিমান।
আছে কিছু স্বঘোষিত ধাপ্পাবাজের দল
টিকি, নামাবলির ঘায়ে শোষণ করার ছল।
স্বর্গবাসের লোভ দেখিয়ে করে মৃতের শ্রাদ্ধ
ওই ভণ্ডদের স্বর্গে যাওয়ার আছে কোনো সাধ্য?
ছাতা জুতো খাট বিছানা চাল কলা দান করে
বৈতরণী পার হওয়া যায় গোরুর লেজটি ধরে?
প্রতারণার মাত্রা থাকে সেটা এদের নেই
আগল খুলে রাখলে তো চোর ঢুকবে সহজেই।
মতলব বাজের ফাঁদে পড়ার নেই তো ইচ্ছা মনে
মন দিয়েছি যুক্তিবাদে বাস্তব ও বিজ্ঞানে।
সেই কারণে প্রত্যাশা হয় পরিনির্বাণ কালে
আমার বংশের কেউ যেন না জড়ায় শোষণ জালে।
রুক্ষ মাথা থান কাপড়ে শোক পালন কি হয়
দালাল ডেকে শ্রাদ্ধ করা একেবারেই নয়।
মন যদি চায় দৃষ্টান্ত হোক করে শোক পালন
বাস্তববাদী মানুষ ডেকে করুক শ্রদ্ধা জ্ঞাপন।
তাতে হবো ভীষণ তৃপ্ত মিটবে মনের আশা
ভাববো তখন- পেয়েছি আজ আসল ভালবাসা।