click on images to know more about the Images

মেঘেরা খেলা করে

Author: বিশ্বজিৎ মণ্ডল

মেঘেরা খেলা করে 

বর্ষার আকাশে,,,,

খালি চোখে যা দেখি 

সব লাগে ফ্যাকাসে। 

দিন রাত অহরহ 

ছুটে আসে যন্ত্রনা 

সবাই আজ, অসহায় 

হারিয়েছে সান্তনা। 

পান্ডুলিপিরা, করে 

ছন্দের আয়োজন,,,,

চারিদিক দেখে শুনে 

আর কিছু নেই প্রয়োজন। 

আকাশটা ঢেকে গেছে 

কালী মাখা ধোঁয়া,,,

আঙিনায় বসে কচিকাঁচা খায় 

জয়নগরের মোয়া। 

কত হাসি কত খুশি ,,

তবু,চোখে ঝরে জল 

হাতে গড়া স্বপ্নের বাগানে 

বিষাক্ত ফল। 

অন্ধ ,হয়ে গেছি, চোখ থাকতেও 

ভন্ডদের কারণে,,,,,,,

ইচ্ছে হলেও সত্য কথা বলতে পারি না, পিতা মাতার কারণে।।