click on images to know more about the Images
ডংকা বাজে হরিবোল হরিবোল বলে ।
প্রেমময় হরিচাঁদ নাচে দুবাহু তুলে ।।
দেখ রত্ন ডাঙার বিলে হরিবোলে তরি চলে,
শূন্যে ঝোলে ঝোলা হিজল তরু তলে ।।
কুঞ্জে গুঞ্জে পাখি , ভাদরে নাচে শিখী ,
সমীরণ থাকি থাকি দীরঘ নিঃশ্বাস ফেলে ।।
এস দীনদয়াল যশমন্ত দুলাল
এস ব্রজ নাটু ব্রজের রাখাল
এস মা জানকী এস মা
মোহিনী
এস বিরহিনী শান্তি স্বরুপিনী
এস মা গলে ।।