click on images to know more about the Images
অনেক হেঁটেছি,হাঁটছি, এখনো হেঁটে চলেছি
পুরাণের যুগ থেকে ঘোর কলিতে এসেও
থেমে থাকেনি, থামেওনি অসভ্য জগতের
গুহা চিত্রেও;এমনকি কলমের কাগজেও।
সমুদ্র কিংবা নদী পেরিয়ে, থর সাহারায়
শুষ্ক মরুতেও খুঁজেছি বা খুঁজেও পায়নি জলের ঢেউ ;
কামোন্মত্ত মূল নিবাসী মেয়েটির অশ্লিল চাহিদায়
তৃপ্ততা দেখতে চাই-ইনি কেউ ; তবুও কুঁড়ে ঘর আলোকিত
উচ্ছসিত - বনে- বাদারে, অট্টালিকার সভ্যও
ব্যথা পায়,ব্যথা দেয় দৃপ্ত হননেও;
হেঁটে -হেঁটে আমাজন জঙ্গল থেকে মেরুপ্রদেশে এসে
ক্লান্ত না হয়েও সমুদ্রের ঢেউ গ্রাস করেনি আমাকেও।
কোনো নাটোর বরিশাল চট্টগ্রাম নয় ধীরে -বেগে
মনের গভীরেও মেলেনা কবির বনলতা সেনও।
অন্ধকার কিংবা মেদুর সন্ধ্যা নেমে আসলেও এখন আর
ফেরেনা সে পাখি ;ফাঁকা অথচ নীরব বাসাও।
যতই সুশ্রী- শীতল মুখমণ্ডল হোক না কেন
ঝরে গেছে তার- সব প্রেম আর আবেশ জড়ানো আবিলতাও।
এ নয় জীবনানন্দের বনলতা ----- এহল----
বাসন্তিকা! বাসন্তিকা! বাসন্তিকা!