click on images to know more about the Images

অতীত

Author: বিশ্বজিৎ মণ্ডল

অতীতটাকে ছুড়ে ফেলে 

বর্তমানে এগিয়ে যাও,,,,

অশান্ত মন শান্ত করতে 

মায়ের কাছে যুক্তি নাও। 

ভবিষ্যতের স্বপ্নগুলো 

থাকলে পড়ে দূরে, 

নির্ভীক হয়ে চেষ্টা কর 

রাখতে তাকে ধরে। 

অতীত ভেবে কাজ নেই আর 

বর্তমানটা আসল,,,

কর্মটা ঠিক থাকলে 

আসবে সুখের ফসল। 

বহুরূপী দেশে আজ 

ঘটছে কত কান্ড,,,,

ধর্মের দোহাই দিয়ে,

দিচ্ছে ধোঁকা ভন্ড।।