click on images to know more about the Images
পড়ন্ত বিকেল, ডুবন্ত সূর্য আর ছুটন্ত ট্রেন
অর্ধনগ্ন জানলায় চোখ পড়তেই দেখি
বৃষ্টি ঝরছে অবিরতই; তখনি আবার
মনে পড়ে মেঘ-- তোমাকেই।
মুষ্টিবদ্ধ হাত, মহানগরের ফুটপাত
জীবন্ত লাশ হয়ে ঘুরেও
মিলেছে আশ্বাস মেলেনি শুধু বিশ্বাস
তখনি আবার মনে পড়ে -- প্রিয়
তোমাকেই।
উচ্ছৃঙ্খল শাসকের প্রহার
বিনষ্ট দ্রোহের কার্নিভাল
জাগবে মানুষ - উবে যাবে ফানুস
তখনি আবার মনে পড়ে -- সংগ্রামী
তোমাকেই।
অস্মিতা এখনো আছে
ধুঁকে ধুঁকে মরে
শেষবারের মত হবে অবিরত
তখনি আবার মনে পড়ে -- বেয়োনেট
তোমাকেই।
বুকে বিঁধে সূচালো বুলেট
ব্যথা ভরা বুকে
আত্মারাও কাঁদে আর্তরবে
তখনি আবার মনে পড়ে -- বিদ্রোহ
তোমাকেই।