click on images to know more about the Images
সবাই যখন পুজোর মেলায় আনন্দেতে মাতি
দুঃখি মেয়ে আস্তাকুড়ে খোঁজে খেলনা গাড়ি ।
কাজের খোঁজে রৌদ্র জলে ঘোরে রাত বিরাতি
কাপড় কাছে বাসন মাজে বাবুর বাড়ি বাড়ি ।
সেই দূর্গা অনাহত পেটে জঠোর জ্বালা
কেউ তাকে তো দেয় না খেতে বোঝে না তার জ্বালা ।
এই তো সেদিন রামপুরহাটের এক নর খাদক
এক দূর্গা কে খুবলে খেলো হায়নার দলের লোক ।
কোথায় তোদের দশ -ভুজা কোথায় মহাকাল
পারলে না তো রক্ষা করতে শিবের ঐ ত্রিশূল ।
মনোজ পালের ফাঁসি চাই সেই আওয়াজ তুলে
সবাই তখন হাজির হল রামপুরহাট জেলে ।
আদালতে নাই যে বিচার সেখানে রাজনীতি
চল আমরা সবাই মিলে ভীমের দলে মাতি ।