click on images to know more about the Images
তোমার ঠোঁটে ঠোঁট ঘোঁষে
পেলাম শুধু তিক্ততা
তোমার শরীরে শরীর ছানিয়ে
একদৃষ্টে নির্লিপ্ত কামনা
তোমার স্পর্শে আমার পরশে
আবেশের জ্বর উষ্ণতা
তোমার লেলিহান জীহ্বাগ্রে আমার জীহ্বা
স্বাদহীন নীরসতা
নৈঃস্বর্গীক ভাবনায় জগৎ প্রেম
কামার্ত বাউলের আপ্রাণ চেষ্টা
তবুও তোমার ঠোঁটে ঠোঁট ঘোঁষি
শরীরে শরীর ছানি
দোলা দিই রক্তমাখি
নিষ্কলঙ্ক মনোরোগে অধ্যুষিত
আজকের জনতা
রেহাই নেই যদিও
ফুঁৎকারে অমলিন পাগলপ্রায়
উন্মাদনা -শেষের বা ধ্বংসের
জরায়ু ছিঁড়ে মাটির বুকে নয়
বেডে কিংবা রক্ত জড়ানো ন্যাকড়ায়
উদ্ভাসিত তোমার -আমার সন্তান
প্রেম নয় অপ্রেম ও নয়
শুধু জটিলতা আর
জ্বালা যন্ত্রণার নির্মেঘ সূর্য রাঙা
বৃষ্টিধৌত উজ্জ্বল হাসি
ভালোবাসি! তবু ভালোবাসি!