click on images to know more about the Images

এখনো মানুষ কাঁদছে

Author: পার্থ ঘোষ

এখনো কান পাতলে কান্নার আর্তনাদ শুনতে পাই,

এখনো দিবসের ভানুর গনগনে আঁচে আলোকিত বসুধার বহু অংশই গভীর অন্ধকারে, 

এখনো মানুষ কাকে আঁকড়ে বাঁচবে তাদেরকে হাতড়ে

বেরায়,

এখনো অগণিত জনস্রোতে বিষণ্ণ হৃদয়ের মুখমণ্ডলগুলো দেখতে পাই,

এখনো শিক্ষার সুউচ্চ উচ্চতা হতে লক্ষ লক্ষ শিশু বহু মাইল দূরে,

এখনো হানাহানি,শত্রুতা,মানবহত্যার মতো জঘন্য,ঘৃণ্য খবরগুলি সংবাদপত্রে স্থান করে নেয়,

এখনো সফল হতে চাওয়া মানুষদের বিমুখ হতে হয় নানা ঘাত-প্রতিঘাতের নিদারুণ কষাঘাতে,

এখনো মানবসভ্যতার পরিপূর্ণ বিকাশ হয়নি,

এখনো স্বাধীনতার আটাত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা পরাধীন, 

এখনো বুভুক্ষু জননীরা বেআব্রু,ক্রন্দনরতা,নবজাতকেরা অপুষ্টি ,অনাহারে ভুগছে!

আমি একা বাবু হয়ে কি করব?

আমার দেশবাসীরা কষে থাপ্পড় মারছে আমার বিবেকের গালে বারবার!

আমরা তো মুষ্টিমেয় কতিপয়ের স্বাধীনতার স্বপ্নপূরণ অবলোকন করে ক্ষান্ত হতে পারি না!

আমরা সামগ্রিক উন্নতিতে বিশ্বাসী,

ভারতবর্ষে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের অবসান হলেও আমাদের দেশের বাবু সম্প্রদায়ের সাম্রাজ্যবাদের ক্ষত এখনো দগদগে ঘা যেন!

এই নিদারুণ জ্বালা,এই অসহ্য যন্ত্রণা হতে মুক্তির কথা আমরা ভাববো না?

আমরা সত্যিকারের মানুষ কবে হব?

আমাদের চিন্তাভাবনায় শ্রেণীবৈষম্যের বীজ গভীরভাবে প্রোথিত,

ভারতের জনগণের সংবিধানস্বীকৃত অধিকার নিয়ে ছিনিমিনি খেলা কেন?

তাহলে সংবিধানটাই মুছে দিন না!

কেন আমরা সকলের জন্য ভাববো না?

এই বঞ্চনা আর কতদিন?

এই নব্য পরাধীনতার শৃংখলমোচন করবে কে?