click on images to know more about the Images

নির্লজ্জ

Author: পঞ্চু ঘরামী।

ঐ দেখ ভাই চাঁদ উঠেছে 

পুব আকাশের মাঝ খানে  

এমন সময় মনটা আমার 

পেখম মেলে নাচ গানে !

 

যাক চুলোয় যাক পাহাড় ভেসে 

চুপ করানো হাতের খেল 

সকাল হলেই খেলে দেবো

কারোর মাথায় মস্ত বেল!

 

রাজা আমি দশটা কোটির 

ভেবে , ক্লান্ত সর্বদা 

চোখ ঢুলে তাই সজাগ থাকি 

ভুগছি সদাই অনিদ্রা ।

 

থাকতে জেগে নাচি কুঁদি 

 ভেসে যাক সব চুলোয় যাক 

দশটা কোটি বোকা বাক্স 

দুধেল গাই সঙ্গে থাক ।

 

বলবো আমি শুনবে ওরা

এটাইতো প্রজার কাজ 

আমার কথায় খুঁত ধরবে 

বিরোধী মানে ধরিবাজ!

 

আমি রাজা আমার কথা 

শুনতে হবেই সবার 

আমার ভুল ধরবে যে জন 

এমন সাহস কার?

 

উলঙ্গ রাজার সেই সুবোধ ছেলে ?

খেলা মেলায় মত্ত আজ

ভাতার জালে তার জড়িয়ে দিয়েছি

লেজ নাড়াটা শুধুই কাজ ।

 

আমার বিরোধী করবে যারা 

মনে রেখো সবে 

দুধেল গাই কে লেলিয়ে দেবো 

ওরাই শিক্ষে দেবে ।

 

তার পরও আমার পুলিশ আছে 

চটি চাঁটা কাটমানি খোর 

জানি আর লজ্জা করে না ওদের 

যখন বলো তাদের চোর !

 

আমি তো জানি আমি কে 

কি ভাবে আজ মসনদে 

দুধেল গাই বুদ্ধিজীবী 

তাই তো রাখি পকেটে,

 

আমার চাই তো শুধু গদি খানা 

ওদের চাই খানা পিনা  

ওরা তো আমার পোষা বাঁদর 

তাই করি না কোন মানা ।

 

আঁচড়াবে ওরা কামড়াবে ওরা 

ওদের দিয়েছি আমি ছাড় 

তোরা কোন হরিদাসের বেটা 

রাজ ধর্ম আমার শেখাস?

 

মড়ে মড়ুক আমার তাতে কি 

আমি তো আছি রাজ সুখে 

লাশ মাড়িয়ে তো গদি দখল 

যে যা বলুক মিথ্যেবাদী নিন্দুকে .....