click on images to know more about the Images
সেদিনের মতো আজকের রাতটা ছিলো
পূর্ণিমার রাত!ছলছলে চোখ দুটি
নতুন প্রেমের জোছনায় ফুটফুটে ;
রক্তিম অধরে ফিকে রঙ আর নেই।
টকটকে গোলাপি গালের রেখাটি
চন্দ্রিমার ছটায় পুলকিত আড়ষ্ট
বাঁকা চোখের তীব্র চাহনিতে ক্ষত বিক্ষত
বুকের বাঁপাশটায় অব্যাহত, চিন্তিত
নতুন করে নতুন প্রেম ঘোর নিশীথে।
সেদিনের মতো আজকের রাতটা ছিলো
পূর্ণিমার রাত!থরথর ঠোঁটে
বৃষ্টিভেজা হাতে হাত রেখে
প্রেমিকের গভীর থেকে আরও গভীরে।
অচেতনে ধপধপে আলোয় মিলেমিশে
পরিচয়হীন,নামহীন ---তবু সীমানা পেরিয়ে
রজনী ফোটা রাতে দূর দিগন্তে
সমুদ্র, জাহাজ, নোঙরের প্রস্তুতিতে....