click on images to know more about the Images

দীর্ঘশ্বাস

Author: হেমন্ত কোনাই

চৈত্র দিনে নীল শাড়িটি পড়ে 

খোলা আকাশের নীচে 

তুমি যখন দাঁড়িয়ে থাকো

আকাশ তার নীল বাহু দিয়ে 

তোমাকে জড়াতে চায়। 

তুমিও সবার মত বলে ফেলো

"নীল রঙ ভিষণ প্রিয় "।

 

অতীত ভুলে বর্তমানে এসে

বসন্তের ভবিষ্যৎ। 

পাতা ঝরে ফুল ও ফোটে 

দখিনা হাওয়া শীতেও বহে

আকাশের দিকে চেয়ে থাকো

আর উড়ে শুধু গালের পাশে 

কয়েকটা চুল।

ফুটেছিল ছাদের কার্ণিশে 

অজানা একটা ফুল। 

 

গোলাপি কামিজ পড়ে 

চন্দ্রালোকিত আলোর রাতে

বুকে জড়ানো নীল ওড়নার দোদুল। 

চাঁদেতে- তোমাতে,বিরোধে-ভাবে

খোলা রাতের মুক্ত আকাশ

দীর্ঘশ্বাস! শুধু দীর্ঘশ্বাস!