click on images to know more about the Images

রাজনীতি

Author: রবিরাম হালদার

রাজনীতিতো নীতির রাজা 

সংবিধান তাই বলে, 

কিন্তু আজকে রাজার নীতি 

আমার দেশে চলে। 

রক্তপাত আর জীবনহানি 

রাজার নিয়ম দেখি, 

স্বাধীন দেশের নির্বাচনে 

মানুষ মরে একি!

আমার দেশের গণতন্ত্র 

সংবিধানের পাতায়,

স্বাধীনতার আটাত্তর বছর 

হারিয়ে গেছে কোথায়।

একুশ শতক,গণতান্ত্রিক

দেশে মানুষ মরে,

স্বাধীন দেশে ভোটের সময় 

রক্ত কেন ঝরে !

নির্বাচনের কমিশনার 

শান্তির কথা বলে,

রক্তপাতহীন নির্বাচনের 

বুলি আউড়ে চলে। 

জানি দেশটা বিনয় বাদল 

ক্ষুদিরামের সেই দেশ,

রাজনীতিকরা কেন এমন 

ভেবেভেবে হই শেষ।

জাগো জাগো জেগে ওঠো 

দেশের মানুষ যত,

গণতান্ত্রিক ব্যবস্থা আজ 

করো প্রতিষ্ঠিত।