click on images to know more about the Images

মায়া ত্যাগ

Author: বিশ্বজিৎ মণ্ডল

দেহত্যাগ করার আগে 

মায়া ত্যাগ কর,,,,,

কালবৈশাখী ঝড় আসার আগে 

লোহার থাম্বা ধরো। 

দয়া মায়ায় ধ্বংসজীবন 

অসহায়দের আর্তনাদ,,,

জীবন নদীর ঘুর্ণি পাকে 

পাতা রয়েছে মৃত্যু ফাঁদ। 

শান্ত নদীই,জোয়ার এসে

দিচ্ছে দেখো ঢেউ,,,,,

বিবেক বুদ্ধি লুপ্ত হলে 

বাঁচাবে না তোমায় কেউ। 

তাইতো বলি শান্ত হয়ে 

ভাবো সবার কথা,,,,,

একটু হলেও শান্তি পাবে 

দূর হবে সব ব্যথা। 

 

আকাশকুসুম আর ভেবোনা 

বলতে লজ্জা লাগে মানুষ,,,,

বুদ্ধি নাশা হলে পরে হতে হবে 

ওদের হাতের ফানুস। 

ভুলে যাও সব অতীত কথা 

মুছে ফেলো সব স্মৃতি,,,

কলিযুগে বিনা পাপে কেঁদে মরে 

ভালোবাসা প্রেম প্রীতি।।