click on images to know more about the Images

ভালোই তো ছিল স্থল

Author: পার্থ ঘোষ

সমুদ্রের ওই ধারের স্মৃতি মনকে আজও নাড়ে,

গিয়েছিলাম ছোটবেলায় সমুদ্রতটে বেড়াতে রেলগাড়িতে চড়ে,

মালদা হতে ছাড়লো ট্রেন যখন পৌঁছল হাওড়া,

দেখি লোকে লোকারণ্য সমস্ত স্টেশন পাড়া,

সেখান হতে আবার অন্য ট্রেনে যেই পৌঁছালাম পুরী,

পশি সেথায় সামনে বসে কাঁদছে সে এক বুড়ি!

সে তো চায় না কিছু চায় শুধু কথা বলতে,

তার সনে কিছুক্ষণ কথা বলে পৌঁছালাম হোটেলেতে,

সন্ধ্যায় যখন সমুদ্রতটে এলাম মোরা পরিবারের সকলে একসাথে,

সেথায় হেরি অনেক লোকে ভিড় করে আছে সেইখানেতে,

সমুদ্রতটে দাঁড়িয়ে সকলে তারা দেখছে আকাশ ভরা তারা,

আমিও সেসব দেখে হলাম নিমেষে আত্মহারা,

ভাবলাম এবার একটু তাকাই সমুদ্রের ঐ বিপুল জলরাশির পানে,

তাকাতে গিয়ে হারিয়ে গেলাম যে কোথায় তার খুঁজে পেলাম না কোন মানে,

যেদিকে তাকাই পশি শুধুই জল আর জল,

ভাবলাম ভালোই তো ছিল আমাদের ওই সুপরিচিত স্থল।