click on images to know more about the Images

অবশেষে হেমন্ত কোনাই

Author: হেমন্ত কোনাই

তার চোখের ভিতর চোখ রেখে 

যখন আমি নিজেকেই দেখি

তখন তার মন বলে অন্য কথা 

মনের মধ্যে মন রেখেও দেখি

হৃদয় বলে অন্য ব্যথা।

স্বপ্নের মাঝে স্বপ্ন দেখেও

ক্যানভাসে অন্য ছবি আঁকে

অন্তরের বাঁকে বাঁকে।

 

শিরা ধমনী ছিঁড়ে রক্ত ছড়ায় মস্তিষ্কে

শত সহস্র বছরের পর বছর আসে

প্রেম তবু আজ কার্বনিথন যুগে

কঙ্কালে--ফসিলে--ফসিলে

মজ্জা শেষ না হওয়া অবধি 

ব্যথারাও মরে,আবার

ফিরেও আসে

ভালোবেসে ---অবশেষে। 

 

তৃষ্ণার্ত রাতে হাওয়া উঠে 

পাতা নড়ে,তারারা হাসে

সাক্ষী থাকে জিন্দা লাশে;

জাহ্লাদের অস্ত্রাঘাতে

আঘাতে---আঘাতে

বিষণ্ণতার বিষ্ময়ে

শত সহস্র বছরের পর বছর আসে 

ভালোবেসে ---অবশেষে। 

আশ্বাস,অবহেলা, প্রিয়তমা 

ফানুস হয়ে ---

গোবি মরুতে রোদে পুড়ে, মরে।

ক্রুশে কিংবা কবরে 

জ্যান্ত বেঁধে 

ভালোবাসে--- অবশেষে। 

 

নষ্ট পাতায় কষ্টের কালি দিয়ে 

কবিতা লেখে---

সেকালের কবি থেকে একালের কবিও বটে

অট্টহাসে-- ভালোবাসে---অবশেষে 

শত সহস্র বছরের পর বছর আসে 

শত সহস্র বছরের পর বছর আসে।