click on images to know more about the Images

সর্বহারা

Author: প্রফুল্ল কুমার মণ্ডল

নিত্য খাটি নিত্য আনি 

নিত্য জীবন চলে,

কাঁথা কম্বল সম্বল আমার 

সর্বহারার দলে।

 

পুঁজিবাদী সমাজে কেউ 

গড়ছে টাকার পাহাড়,

দীন দুখিনী ধুঁকছে ঘরে 

পেটে নেইকো আহার,

 

গরিব কৃষক ফসল ফলায় 

তবু অভাব ঘরে,

জ্বরাগ্রস্থ হয়ে তাইতো 

বিছানা আজ পড়ে।

 

উন্নয়নের টাকা মেরে 

নেতা চাপে গাড়ি,

বড়ো বড়ো শহরে তারা 

বানায় বিশাল বাড়ি।

 

ট্যাক্সের টাকা বন্টন হচ্ছে 

ধর্ম চর্চার কাজে,

কথা কাজে ভীষন ফারাক 

থাকে সাধুর সাজে।

 

শিক্ষা নিয়ে ছিনিমিনি 

চাকরি বহু দূরে,

ডিগ্রিধারী বেকার যুবক 

ঘুরে দ্বারে দ্বারে।